আদালতের নির্দেশে বুধবর সিঙ্গুরে কৃষকদের জমি ফেরানোর কাজ শুরু হলো। ১০ বছরের লড়াইয়ের শেষে জয় হলো কৃষকদের।
সরকারি ভাবে জানানো হয়েছে ৮০০ জন অনিচ্ছুক কৃষকের হাতে চেক তুলে দেয়া হবে। সেই সঙ্গে ৯১১৭ জন কৃষকের হাতে জমির পরচা ও দলিল তুলে দেয়া হবে।
২০০৮ সালের সেপ্টেম্বর মাসে ২৬দিন ধরে জমি ফেরানোর দাবিতে আন্দোলন করেছিলেন তত্কালীন বিরোধী দলনেত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অবশেষে সেই আন্দোলনের মাঝে পড়ে টাটা গোষ্ঠী সেখানে থেকে নিজেদের প্রকল্প সরিয়ে নিয়ে যায় গুজরাটে। নেমে আসে অন্ধকার।
বাম সরকারের জমি অধিগ্রণ থেকে, মমতার সিঙ্গুর আন্দোলন। মামলা ওঠে আদালতে। তারপর থেকে কেটে গেছে ১০টা বছর। অবশেষে চলতি বছরের ৩১ আগস্ট আদালত রায় দেয় যে, সিঙ্গুরে বামেদের জমি অধিগ্রহণ নীতি ভুল ছিল। তাই যত তাড়াতাড়ি সম্ভব সেই জমি ফেরাতে হবে কৃষকদের।
সেই দিনই বর্তমান রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় অবিলম্বে সিঙ্গুরে ফেরানো হবে জমি। ১৪ সেপ্টেম্বর থেকে ফেরানো শুরু হবে জমির দলিল ও দেয়া হবে ক্ষতিপূরণের চেক।
বিবার্তা/ডিডি/কাফী