কাটোয়ার অগ্রদ্বীপে শিবশঙ্কর নামে স্থানীয় এক বাসিন্দা ছিপ ফেলে মাছ ধরছিলেন। হঠাৎই বঁড়শিতে টান পড়ে। বড় মাছ ভেবে টেনে তুলতে যান তিনি। কিন্তু একা তুলতে পারেননি।
তাঁর কিছু সঙ্গীও সেখানে মাছ ধরছিলেন। তাঁরা এসে একসঙ্গে টেনে তোলেন। তোলার পরে তো তাদের সবার চক্ষু চড়কগাছ! একি! এতো কুমির!
প্রথমে সবাই ভয় পেয়ে যান। তবে সাহস করে ডাঙায় তোলেন। ইতোমধ্যে গঙ্গায় কুমির ধরা পড়েছে বলে আশপাশে খবর ছড়িয়ে পরে। কুমির দেখতে ভিড় জমে নদীর পাড়ে। তবে শিবশঙ্কর কুমিরটিকে ছাড়তে নারাজ। তিনি ঘড়িয়ালটিকে (মেছো কুমির) নিজের বাড়ি নিয়ে যান। পরে বন দফতরের কর্মীরা এসে এটিকে উদ্ধার করেন।
বিবার্তা/কাফী