তিন তালাকের বিপক্ষে ভারত সরকার

তিন তালাকের বিপক্ষে ভারত সরকার
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ২২:৩৮:২০
তিন তালাকের বিপক্ষে ভারত সরকার
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
তিন তালাকে বিবাহ বিচ্ছেদ নিষিদ্ধ করার পক্ষেই ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির সুপ্রিম কোর্টকে একথা জানাতে চলেছে কেন্দ্র। তিন তালাক প্রথা নিষিদ্ধ করার বিষয়ে কেন্দ্রের অবস্থান জানতে চেয়ে সম্প্রতি শীর্ষ আদালত নোটিশ পাঠায় কেন্দ্রকে। 
 
সেই নোটিশের বিষয়বস্তু নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার মন্ত্রিপর্যায়ের একটি বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুণ জেটলি, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর ও নারী ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গান্ধীর মত মন্ত্রীরা। 
 
ওই বৈঠকেই সিদ্ধান্ত হয় তিন তালাক নিষিদ্ধ করার পক্ষেই মত দেবে কেন্দ্রীয় সরকার। মুসলিমদের মধ্যে তিন তালাক এবং বহুবিবাহ নিষিদ্ধ করার আবেদন জানিয়ে শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা করে কয়েকজন মুসলিম মহিলা। 
 
তাঁদের সমর্থন করে কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থাও। যদিও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তিন তালাক ও বহু বিবাহ নিষিদ্ধ করার প্রতিবাদ করে। বোর্ডের দাবি, কোরান অনুযায়ী এই প্রথা নিষিদ্ধ করা হলে ধর্মবিরোধী হবে। আদালত এ বিষয়ে হস্তক্ষেপ না করলেই ভালো হয়। এরপর শীর্ষ আদালতও নিজে থেকে এ ব্যাপারে সিদ্ধান্ত না নিয়ে বল ঠেলে দেয় কেন্দ্রীয় সরকারের কোর্টে। 
 
কেন্দ্রের অবস্থান জানতে চেয়ে গত ৫ সেপ্টেম্বর নোটিশ পাঠায় আদালত। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি টিএস ঠাকুর এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড়ের ডিভিশন বেঞ্চ নোটিশের জবাব চেয়ে চার সপ্তাহ সময় দেয় কেন্দ্রকে। 
 
বিবার্তা/ডিডি/কাফী
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com