পানিবণ্টন বিরোধ: তামিলনাড়ুতে দিনব্যাপী বন্ধ

পানিবণ্টন বিরোধ: তামিলনাড়ুতে দিনব্যাপী বন্ধ
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪৪:৪৮
পানিবণ্টন বিরোধ: তামিলনাড়ুতে দিনব্যাপী বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+
ভারতের তামিলনাড়ুতে আজ শুক্রবার থেকে সকাল-সন্ধ্যা বন্ধ শুরু হয়েছে। কয়েকটি কৃষক ও ব্যবসায়ী সংগঠন এই বন্ধ এর ডাক দিয়েছে। তামিলনাড়ুতে কাবেরী নদীর পানি বণ্টন নিয়ে বিরোধের জের ধরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এ বন্ধ হচ্ছে। ডিএমকেসহ বিরোধী দলগুলো এই আন্দোলনকে সমর্থন দিচ্ছে। খবর বার্তা সংস্থা পিটিআই’র।
 
পুলিশ জানিয়েছে, রাজ্যজুড়ে কড়া নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। জনজীবনে কোন ধরনের বিশৃঙ্খলা, শান্তি বিনষ্টের চেষ্টা করা হচ্ছে না। সড়ক ও রেলপথে অবাধে যানবাহন চলাচল করতে দেয়া হচ্ছে। এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্থানীয় বেশ কিছু মুদি দোকানও বন্ধ রয়েছে।
 
রাজ্যের পরিবহন কর্পোরেশন পরিচালিত বাসগুলোর পাশাপাশি ট্রেনগুলোও স্বাভাবিকভাবেই চলাচল করছে। তবে ট্যাক্সি, অটোরিক্সা ও মালবাহী নৌযানগুলো চলাচল করছে না। 
 
কর্নাটকে তামিলদের লক্ষ্য করে সহিংস হামলার প্রতিবাদে এই বন্ধের ডাক দেয়া হয়েছে। এছাড়া আন্দোলনকারীরা কাবেরী নদীর পানির হিস্যার দাবি জানিয়েছে।আন্দোলনটিকে কেন্দ্র করে তামিলনাড়ুতে সশস্ত্র রিজার্ভ ফোর্সসহ কয়েক হাজার পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে। 
 
চেন্নাইয়ে ১৫ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com