কাশ্মিরের লোকসভা থেকে এমপির পদত্যাগ

কাশ্মিরের লোকসভা থেকে এমপির পদত্যাগ
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৯:৫৭
কাশ্মিরের লোকসভা থেকে এমপির পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+
ভারত শাসিত কাশ্মিরের লোকসভা থেকে পদত্যাগ করেছেন একজন সংসদ সদস্য। তারিক হামিদ কারা নামে ওই নেতা সরকারের নীতিকে বর্বর আখ্যা দিয়ে নিজের দল পিপল’স ডেমক্রেটিক পার্টি রাজ্য সরকারে বিজেপির সঙ্গে জোটভুক্ত থাকারও সমালোচনা করেছেন।
 
কাশ্মিরে কয়েক সপ্তাহধরে চলমান রাজনৈতিক অস্থিরতা কর্তৃপক্ষ যে প্রক্রিয়ায় মোকাবিলা করছে তার প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন।
 
চলতি বছরের জুলাইয়ের প্রথমদিকে কাশ্মিরে রাজনৈতিক অস্থিরতা ও সংঘর্ষ বিস্তৃত পর্যায়ে ছড়িয়ে পড়ে। এরপর এ পর্যন্ত ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। কাশ্মিরে গণহারে মসজিদ বন্ধ করে দেয়ায় মুসলিমদের অন্যতম উৎসব ঈদুল-আজহা উদযাপন বাধাগ্রস্ত হয়েছে।
 
বৃহস্পতিবার সাংবাদিকদের তারিক হামিদ কারা বলেন, ইতিহাসে এই প্রথমবারের মতো কাশ্মিরের জনগণ ঈদের নামাজ আদায় করার অনুমতি পায়নি। উল্লেখযোগ্য সংখ্যক মসজিদ এমন কি প্রধান মসজিদও বন্ধ করে রাখা হয়েছিল। সূত্র: বিবিসি
 
বিবার্তা/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com