বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর পরিদর্শনে বাংলাদেশী রাষ্ট্রদূত

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর পরিদর্শনে বাংলাদেশী রাষ্ট্রদূত
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪৪:১৩
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর পরিদর্শনে বাংলাদেশী রাষ্ট্রদূত
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর সীমান্ত পরিদর্শন করলেন নয়া দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী। 
 
শুক্রবার দুই দেশের বৃহত্তম এই স্থলবন্দরটি পরিদর্শনে আসেন তিনি। সঙ্গে ছিলেন কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাউন্সিলর মিয়া মইনুল কবিরসহ দূতাবাসের শীর্ষ কর্মকর্তারা। 
 
পেট্রাপোল-বেনাপোল সমন্বিত চেক পোস্টের (আইসিপি) অবকাঠামো বিশেষ করে দুই দেশের মধ্যে যাত্রীসেবার ব্যবস্থা খতিয়ে দেখেন রাষ্ট্রদূত। পাশাপাশি অভিবাসন দফতরে গিয়ে যাত্রীদের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন তিনি। খতিয়ে দেখেন তাদের সুবিধা-অসুবিধা। 
 
পরে কাস্টমস, শুল্ক দফতরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। দুই দেশের মধ্যে পণ্য আমদানি ও রফতানি সরলীকরণের বিষয়েও কথা হয়। বৈঠক শেষে বাংলাদেশে প্রবেশ করে বেনাপোল সীমান্ত পরিদর্শন করেন বাংলাদেশী রাষ্ট্রদূত।
 
বিবার্তা/ডিডি/কাফী
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com