গুজরাটে মুসলিম যুবককে পিটিয়ে খুন

গুজরাটে মুসলিম যুবককে পিটিয়ে খুন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১৮:২০
গুজরাটে মুসলিম যুবককে পিটিয়ে খুন
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
গোরক্ষা কমিটির প্রতিনিধিদের হাতে মার খেয়ে এক মুসলিম যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। গত ১৩ সেপ্টেম্বর গুজরাটের আমেদাবাদে ওই যুবককে মারধর করা হয় বলে অভিযোগ, গতকাল শুক্রবার আমেদাবাদের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
 
পুলিশ সূত্রে খবর, গত ১৩ সেপ্টেম্বর রাতে সড়ক দুর্ঘটনায় পড়ে মুহাম্মদ আয়ুব মেভ (২৫) নামে এক যুবকের গাড়ি। ওই গাড়িটিতে একটি বাছুর ও ষাঁড় নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। দুর্ঘটনায় বাছুরটির মৃত্যু হলেও পরে ষাঁড়টিকে উদ্ধার করা হয়।
 
আনন্দনগর পুলিশ থানার ইন্সপেক্টর পি.বি.রানা এই ঘটনার কথা স্বীকার করে জানান ‘আয়ুবের গাড়িটি ওইদিন রাতে দুর্ঘটনায় পড়ার পরই স্থানীয় বাসিন্দারা গাড়িটির মধ্যে থেকে মৃত বাছুর ও ষাঁড়টিকে দেখতে পায়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জনতার রোষের হাত থেকে বাঁচতে দৌড় লাগায় আয়ুব। এরপর কিছু দূরে আয়ুবকে ধরে মারধর শুরু করে উন্মত্ত জনতা। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়’।
 
তিনি আরও জানান ‘খুনের চেষ্টার অভিযোগে আমরা কয়েকজন অপরিচিত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছি। কিন্তু হাসপাতালে ভর্তি থাকার পর আয়ুব মারা যান। তাই আমরা খুনের অভিযোগে আরেকটি এফআইআর দায়ের করতে চলেছি’। যদিও আগের এফআইআর-এ গোরক্ষা কমিটির সঙ্গে যুক্ত কোন ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি।
 
এদিকে আয়ুবের ভাই ইমরানের অভিযোগ হামলাকারীরা প্রত্যেকেই গোরক্ষা কমিটির সঙ্গে যুক্ত। তিনি বলেন ‘যারা আমার দাদাকে খুন করেছে, তারা সকলেই গোরক্ষক। আমার দাদা কোন গরু বহন করছিল না। বিদ্বেষ থেকে তারা আমার দাদাকে প্রচণ্ড মারধর করেছে। আমরা প্রকৃত দোষীকে আটকের দাবি জানাচ্ছি’।
 
বিবার্তা/ডিডি/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com