লতা মুঙ্গেশকরকে বঙ্গবিভূষণ পুরস্কার দেবে পশ্চিমবাংলা

লতা মুঙ্গেশকরকে বঙ্গবিভূষণ পুরস্কার দেবে পশ্চিমবাংলা
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১০:০২:০৮
লতা মুঙ্গেশকরকে বঙ্গবিভূষণ পুরস্কার দেবে পশ্চিমবাংলা
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলা সঙ্গীতে বিশেষ অবদানের জন্য কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মুঙ্গেশকরকে ২০১৬ সালের বঙ্গবিভূষণ পুরস্কারে সম্মানিত করবে পশ্চিমবাংলা রাজ্য সরকার। শনিবার একথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়।  

মুখ্যমন্ত্রী জানান, ‘লতা মুঙ্গেশকর অসংখ্য স্মরণীয় বাংলা গান গেয়েছেন। তাঁর এই অবদানকে সম্মান জানাতেই তাঁকে চলতি বছরের বঙ্গবিভূষণ পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমি বিষয়টি নিয়ে তাঁর (লতা) সঙ্গে কথা বলেছি এবং তিনিও এ ব্যাপারে নিজের সম্মতি জানিয়েছেন।’

মুখ্যমন্ত্রী আরো জানান, ‘দুর্গা পুজোর পরই দিনক্ষণ দেখে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে।’

মুম্বাইয়ে লতা মুঙ্গেশকরের বাসায় গিয়ে তাকে এই সম্মাননা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে থাকবেন সারেগামা (পূর্বতন এইচএমভি কোম্পানি) মিউজিক কোম্পানির চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা। ইতিমধ্যেই বিশিষ্ট এই সঙ্গীতশিল্পীকে এই সম্পর্কিত একটি চিঠিও পাঠানো হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।  

প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পর ২০১১ সাল থেকে সমাজে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের এই সম্মাননা দিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের সরকার। সর্বপ্রথম এই পুরস্কার পান বিশিষ্ট নৃত্যশিল্পী অমলা শঙ্কর।

বিবার্তা/ডিডি/নিশি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com