ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরিতে আর্মি হেডকোয়ার্টারে হামলা চালিয়েছে আত্মঘাতী জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে এখনও পর্যন্ত ১৭ জওয়ান নিহত এবং ছয় জওয়ান আহত হয়েছেন। অন্যদিকে জওয়ানদের গুলিতে নিহতে হয়েছেন চার জঙ্গি। আহত তিন জওয়ানকে হেলিকপ্টারে করে শ্রীনগরে সেনা হাসপাতালে নেয়া হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৫টার দিকে বারামুলা জেলার শ্রীনগর-মুজাফফরাবাদ জাতীয় সড়কের পাশে উরির সেনার ১২ নম্বর ব্রিগেডে সদর দফতরে হামলা চালায় জঙ্গিরা। সেনা দফতারটি ভারত-পাকিস্তান আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত।
সূত্রমতে, সকালে ৪-৫ জন জঙ্গির একটি দল সেনা সদর দফতরে প্রবেশ করে। তারপরই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় সেনা জওয়ানরাও। শুরু হয়ে যায় সেনা-জঙ্গি গুলির লড়াই। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সেনা-জঙ্গি গুলির লড়াই চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে বলে জানা যায়।
এদিকে কাশ্মিরের পরিস্থিতি পর্যালোচনা করতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র সফর বাতিল করে দিল্লিতে জরুরি বৈঠকে বসেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। উরির জঙ্গি হামলা নিয়ে কাশ্মীরের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সঙ্গেও ফোনে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিবার্তা/ডিডি/নিশি