বিরিয়ানির লোভেই বাস পুড়িয়েছে ভাগ্য

বিরিয়ানির লোভেই বাস পুড়িয়েছে ভাগ্য
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩৩:৫৬
বিরিয়ানির লোভেই বাস পুড়িয়েছে ভাগ্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মাত্র ১০০ টাকা ও এক প্লেট বিরিয়ানির জন্য বাসে আগুন লাগিয়েছিল ভারতের বেঙ্গালুরুর বাসিন্দা ভাগ্য। ২২ বছর বয়সী এই তরুণীকে জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য জানতে পেরেছে পুলিশ।

গত সপ্তাহে কাবেরী নদীর পানি বণ্টনের দাবিতে উত্তাল হয়ে ওঠে বেঙ্গালুরু। সাইবার শহরে আসা তামিল নাড়ুর সমস্ত গাড়িতেই আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। আগুন লাগিয়ে দেয়া হয় শহরের একটি গুরুত্বপূর্ণ বাস টার্মিনাসে দাঁড়িয়ে থাকা ৪২টি বাসে।

কেপিএন ট্রাভেল কোম্পানির গ্যারেজে ঢুকে বাসকর্মীদের গায়ে ডিজেল ঢেলে দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেয় ভাগ্য। গ্যারাজের সিসিটিভি ফুটেজ ও সেখানে উপস্থিত বাস কর্মীদের মোবাইলে তোলা ভিডিওর ভিত্তিতে তাকেসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাস পোড়ানোর ঘটনায় ভাগ্য অন্যতম অভিযুক্ত বলে মনে করা হচ্ছে।


পেশায় দিনমজুর ভাগ্যর মা ইয়ালাম্মা জানান, ঘটনার দিন কাজ থেকে ফেরার পর তার মেয়েকে কাবেরী ইস্যুতে বিক্ষোভে যোগ দিতে ১০০ টাকা ও এক প্লেট বিরিযানির প্রলোভন দেখায় একদল যুবক। কেপিভি গ্যারাজের পাশেই গিরিনগর এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন ভাগ্য।  

বেঙ্গালুরুর ঘটনায় ৩০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ভাগ্যই একমাত্র নারী।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে আরো নারীদের দেখা গেছে। তবে তারা বাস পুড়িয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ভাগ্যকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে উত্তেজিত জনতাকে তিনিই ইন্ধন দিচ্ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়।  

বিবার্তা/নিশি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com