ভারতের তেলেঙ্গানা রাজ্যে সেলফি তোলার সময় দুর্ঘটনাবশত পানিতে পড়ে যায় এক বন্ধু। তাকে উদ্ধার করতে গিয়ে মৃত্যু হয়েছে অন্য পাঁচ বন্ধুর। শনিবার তেলেঙ্গানার ওয়ার্যাঙ্গাল জেলার ধর্মসাগর হ্রদে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভাগদেবী ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ছয় বন্ধু ধর্মসাগর হ্রদে বেড়াতে যায়। তাদের এক বন্ধু রামিয়া প্রাতিউষা সেলফি তোলার সময় হঠাৎ করেই পানিতে পড়ে যায়। প্রাতিউষাকে বাঁচানোর জন্য অন্য পাঁচ বন্ধুও একের পর এক হ্রদের পানিতে ঝাঁপিয়ে পড়ে। এদিকে প্রাতিউষা কোনো রকমে তীরে ফিরতে পারলেও তার অন্য বন্ধুরা পানিতে ডুবে মারা যায়।
পুলিশ জানায়, মৃত শিক্ষার্থীদের সবার বয়স ১৮ বছরের কাছাকাছি। তাদের মধ্যে দুইজন মেয়ে ও অন্য তিনজন ছেলে।
বিবার্তা/জেমি/নিশি