বিজেপিতে যোগ দিতে চলেছেন সাবেক ছিটমহলবাসীদের প্রিয় নেতা ও নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটির প্রধান আহ্বায়ক দীপ্তিমান সেনগুপ্ত। মঙ্গলবার দুপুরের দিকে পশ্চিমবঙ্গের কুচবিহারের রবীন্দ্রভবনে এক অনুষ্ঠানে বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে নাম লেখাতে চলেছেন তিনি।
তবে দীপ্তিমান সেনগুপ্ত একা নন, তার সাথে কমিটির আরও কয়েকজন সদস্য ও ছিটমহলবাসীরাও বিজেপিতে যোগ দেবেন বলে জানা গেছে।
ভারত-বাংলাদেশ ছিটমহলবাসীদের নাগরিকত্ব, পুনর্বাসন, ক্ষতিপূরণসহ তাদের অধিকারের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছেন পূর্বতন ভারত-বাংলাদেশ ছিটমহল সমন্বয় কমিটির এই কর্তা। তাদের সেই দীর্ঘ দিনের লড়াই সার্থক হয় গত বছর দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক ছিটমহল বিনিময়ের মধ্যে দিয়ে।
সোমবার কুচবিহার থেকে ফোনে দীপ্তিমান সেনগুপ্ত বলেন, ‘যারা ছিটমহল সমস্যার সমাধান করেছে তেমন একটি সর্ব ভারতীয় দলের সাথে আমি যুক্ত হতে চলেছি। আমার বাবার অপূর্ণ সাধ তারা পূর্ণ করেছে। তাই আমি তার সন্তান হিসেবে বিজেপিতে যোগ দিয়ে সেই ঋণ পরিশোধ করতে চাই।’
বিজেপিতে যোগদান প্রসঙ্গে তিনি বলেন ‘আমি যেহেতু বাংলাদেশকে চিনি, সে দেশের মানুষকে ভালভাবে জানি। আমার মনে হয় ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে গেলে কোনো রাষ্ট্রীয় দলে যোগ দেয়া উচিত। কারণ কোনো আঞ্চলিক দল দিয়ে ভারতের জাতীয় রাজনীতি নির্ধারিত হয় না। তার মতে দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসার পরই বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। আর তাই আমার এই যোগদানের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার চেষ্টা করা হবে।’
দীপ্তিমান আরও বলেন, ‘আমি মাটির মানুষ, রাজনীতিতে যোগ দিলেও আমি সবসময় মাটির সাথেই থাকবো।’
বিবার্তা/ডিডি/যুথি