বৌদ্ধধর্মের একটি বিরল উৎসব উপলক্ষে ভারতের প্রত্যন্ত লাদাখ অঞ্চলে হাজার হাজার সন্ন্যাসী, ভক্ত ও পর্যটক জড়ো হচ্ছেন। আয়োজকদের কাছে এটি ‘হিমালয়ের কুম্ভ মেলা’ নামে পরিচিত।
বৌদ্ধ সন্ন্যাসী নারোপার হাজারতম জন্মবার্ষিকী উপলক্ষে পার্বত্য গ্রামে এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে সেখানে নাচ-গানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১১ শতকে বৌদ্ধ দর্শনের সমৃদ্ধ ঐতিহ্যের যাত্রা শুরুর জন্য অনুসারীরা ভারতীয় এ সন্ন্যাসী ও পন্ডিতের আদর্শ প্রচার করে।
প্রতি ১২ বছরে মাত্র একবার অনুষ্ঠিত নারোপা উৎসবে বৌদ্ধধর্মের বিশেষ করে দ্রুকপা শাখার বহুসংখ্যক অনুসারী যোগ দিয়ে থাকেন। বিশেষ করে লাদাখ ও ভুটানের বৌদ্ধরা ঐতিহ্যগতভাবে এ মেলায় অংশ নেন।
উল্লেখ্য, হিন্দু তীর্থযাত্রীদের জন্য প্রতি ১২ বছরে একবার পবিত্র নদী তীরে অনুষ্ঠিত কুম্ভ মেলাসহ অনেক ধর্মীয় অনুষ্ঠান আয়োজনে ভারত সুপরিচিত। কুম্ভ মেলায় হাজার হাজার ভক্ত একত্রিত হওয়ায় প্রতিবারই সেখানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে।
বিবার্তা/নিশি