‘ভারতের পাশেই আছে বাংলাদেশ’

‘ভারতের পাশেই আছে বাংলাদেশ’
উরির জঙ্গি হামলা প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনার
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০৯:০২
‘ভারতের পাশেই আছে বাংলাদেশ’
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের বিপক্ষে মুক্তিযোদ্ধাদের যে মনোবল ছিল ভারত-বাংলাদেশের সম্পর্কেও সেই মনোবল থাকবে বলে আশ্বাস দিয়েছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি।

ভারতের ইংরেজি টিভি চ্যানেল সিএনএন নিউজ ১৮’কে সাক্ষাতকার দিতে গিয়ে আলি বলেন, ‘১৯৭১ সালের একজন মুক্তিযোদ্ধা হিসেবে, আমাদের স্বাধীনতার যুদ্ধের সময় ভারতীয়দের সঙ্গে আমরা পাশাপাশি লড়াই করেছিলাম। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কেও একাত্তরের সেই সাহস ও মনোবল থাকবে।’

পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের গোপন আস্তানাগুলোকে গুড়িয়ে দিতে ভারত সেনা অভিযান চালালে বাংলাদেশ তাতে সায় দেবে কি না সেই প্রশ্নের জবাবে আলি বলেন, ‘মিলিটারি অভিযানের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। পাকিস্তানের বিরুদ্ধে ভারত যদি মিলিটারি অভিযান চালায় সেক্ষেত্রে ভারত ও বাংলাদেশের মধ্যে শীর্ষ রাজনৈতিক পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং তারাই অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেবে। যদিও এই মুহূর্তে বিষয়টি কল্পনার পর্যায়ে রয়েছে। কারণ আমি এখনো নিশ্চিত নই যে ভারত সরকার ঠিক কি ধরনের পদক্ষেপ নিতে চলেছে। কিন্তু ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র এবং একটি মিত্র ও বন্ধুপ্রতিম দেশ হিসেবে আমরা দুই দেশই একযোগে কাজ করব।’

বাংলাদেশী কূটনীতিক আরো জানান, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সন্ত্রাস প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। সন্ত্রাস নিয়ে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। এই দুঃসময়ে বাংলাদেশ সবসময় ভারতের পাশেই রয়েছে।’

আলি আরো জানান, এই অঞ্চল থেকে সন্ত্রাস নির্মূল করতে বাংলাদেশ সবসময় একযোগে কাজ করবে।  

প্রসঙ্গত, রবিবার ভোরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে সেনা ছাউনিতে জঙ্গি হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হয়। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি এখনো বেশ কয়েকজন সেনা সদস্য।

বিবার্তা/ডিডি/নিশি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com