ভারতে বিশ্ব ব্যাংকের ব্যাঙ্কের কান্ট্রি ডিরেক্টর হিসাবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ জুনেদ আহমেদ। এই পদে ওন্য রুহলের জায়গায় স্থলাভিষিক্ত হলেন জুনেদ। ভারতের রাজধানী দিল্লিতে চার বছর ধরে এই পদে দায়িত্ব সামলে আসছিলেন রুহল।
এর আগে বিশ্বব্যাংকের গ্রুপ প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের চিফ অব স্টাফ হিসাবে কর্মরত ছিলেন বাংলাদেশি নাগরিক জুনেদ। সেখান থেকে নতুন এই পদে উন্নীত হলেন তিনি।
বিশ্বব্যাংকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, একজন অর্থনীতিবিদ হিসাবে জুনেদ বিস্তৃত উন্নয়নমূলক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। ১৯৯১ সালে একজন তরুণ পেশাদার হিসাবে বিশ্ব ব্যাংকে যোগদান করার পর তিনি আফ্রিকা এবং পূর্ব ইউরোপে অবকাঠামো উন্নয়নে কাজ করেছেন।
বিবার্তা/ডিডি/কাফী