বদলাতে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঠিকানা? এর উত্তর ‘হ্যাঁ’ আবার ‘না’। কারণ মোদির বাসভবন রাজধানীর যে রাস্তায় রয়েছে, দ্রুতই তার নাম বদল হতে চলেছে। ফলে ঠিকানা বদলাচ্ছে কিন্তু বাসভবন নয়। বিজেপির পক্ষ থেকেই এসেছে এই নাম পরিবর্তনের প্রস্তাব।
ভারতীয় জনসঙ্ঘের প্রয়াত নেতা দীনদয়াল উপাধ্যায় একাত্ম মানবের যে ধারণা দিয়েছিলেন সে অনুযায়ী এবার রেসকোর্স রোডের নাম পরিবর্তন করে একাত্ম মার্গ রাখা হবে। সেক্ষেত্রে ভারতীয় প্রধানমন্ত্রীর ঠিকানা ৭ নম্বর রেসকোর্স বদলে ‘৭ একাত্ম মার্গ’ হতে পারে।
রাস্তার এই নাম বদলের ক্ষেত্রে বিজেপি সাংসদ মীনাক্ষী লেখির ভূমিকা গুরুত্বপূ্র্ণ। তিনিই প্রথম এনডিএমসি’কে প্রস্তাব দেন, রেসকোর্সের যে রাস্তায় প্রধানমন্ত্রীর বাসভবন রয়েছে সেই রাস্তার নাম বদলে ‘একাত্ম মার্গ’ রাখা হোক।
দিল্লির ওই এলাকার সাংসদ মীনাক্ষী লেখির প্রস্তাব ছিল, ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মশতবার্ষিকী এবং তিনি একাত্ম মানবের যে ধারণা দিয়েছিলেন তা সকলের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যেই রাস্তার নাম বদলে ‘‘একাত্ম মার্গ’’ রাখা হোক।’
এছাড়া তার মতে, এই রাস্তার বর্তমানে যে নাম রয়েছে, তা ভারতীয় সংস্কৃতির সঙ্গে একেবারেই মিলে না। তাই এই রাস্তার নাম বদলের প্রয়োজন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিবার্তা/নিশি