ভারতে নিয়োজিত পাকিস্তানের রাষ্ট্রদূত আবদুল বাসিতকে তলব করেছে দেশটির সরকার। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরিতে একটি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনায় বুধবার তাকে ডাকা হয়।
ওই হামলায় ১৮ সেনা নিহত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাস স্বরুপ জানান, উরিতে হামলার ঘটনায় পররাষ্ট্র সচিব জয় শংকর পাকিস্তানের রাষ্ট্রদূত আবদুল বাসিতকে মন্ত্রণালয়ে তলব করে।
ভারত সরকার বাসিতকে বলেছে, যদি পাকিস্তান তদন্ত পরিচালনা করতে চায় তাহলে উরি এবং পুঞ্চ হামলায় নিহত জঙ্গিদের আঙ্গুলের ছাপ ও ডিএনএ নমুনা দিতে ভারত প্রস্তুত।
কাশ্মিরের বিরোধপূর্ণ সীমানায় ভারতের সেনাঘাঁটিতে রবিবারের জঙ্গি হামলায় ১৮ ভারতীয় সেনাসদস্য নিহত হন। এই ঘটনায় পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ ভারতের। সূত্র: হিন্দুস্তান টাইমস
বিবার্তা/রয়েল