ভারতের জম্মুতে দ্বিতীয় বিয়ে করায় কনস্টেবল স্বামীকে অ্যাসিডে ঝলসে দিয়েছে স্ত্রী। তাকে গুরুতর অবস্থায় হাসপাতলে ভর্তি করা হয়েছে। জম্মুর কাথুয়া জেলার বানি শহরে অন্য নারীকে বিয়ে করায় মোহাম্মদ দীনের ওপর তার স্ত্রী শামীমা আখতার অ্যাসিড নিক্ষেপ করে।
থানা কর্মকর্তা সুরেশ গৌতম বলেন, মেয়ে ও অপর দুই ব্যক্তির সাহায্যে শামীমা তার স্বামীর ওপর অ্যাসিড নিক্ষেপ করে। এতে স্বামী মোহাম্মদ দীন পুড়ে মারাত্মত আহত হয়। এ সময় অভিযুক্ত শামীমও গুরুতর আহত হয়। তাদের উভয়কে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
বিবার্তা/রয়েল/জিয়া