উরি হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার শক্ত প্রমাণ

উরি হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার শক্ত প্রমাণ
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪৪:০৭
উরি হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার শক্ত প্রমাণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে হামলায় পাকিস্তানের যোগসাজশের শক্ত প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। হামলাকারী চার জঙ্গির কাছ থেকে পাওয়া জাপানে তৈরি ওয়্যারলেস সিস্টেম দেখে এমনটিই দাবি করেছে তারা।

এনআইএ জানায়, নিহত চার জঙ্গির কাছ থেকে উদ্ধার হওয়া ওয়্যারলেস সেট তৈরি করেছে জাপানের সংস্থা আইকম। ওয়্যারলেসের উপর উর্দুতে লেখা বিলকুল ‘বিলকুল ন্যায়া’। ইংরেজিতে ‘নিউ’ কথাটিও খোদাই করা আছে ওয়্যারলেসের উপর। শুধুমাত্র কোনো দেশের নিরাপত্তা সংস্থাকেই এই ধরণের ওয়ারল্যেস বিক্রি করা হয়।

এই ওয়্যারলেসের বিক্রি সংক্রান্ত তথ্য জানতে জাপানি সংস্থার সঙ্গে যোগাযোগ করছে এনআইএ। এই সংক্রান্ত তথ্য পাঠানো হবে পাকিস্তানকে। জঙ্গিদের কাছ থেকে পাওয়া ৪৮টি জিনিসের মধ্যে এটি একটি। এছাড়াও রয়েছে দুটি ম্যাপ শিট। সব জিনিসই এনআইএ গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছে সেনাবাহিনী। ম্যাপটি অর্ধেক পুড়ে গেছে।

জঙ্গিদের কাছে পাওয়া গেছে ভারতীয় সংস্থা I KALL-এর তৈরি ফোন। তবে জিপিএসের সব ডেটা ডিলিট করে দিয়েছে জঙ্গিরা। তবে জিপিএস ডিভাইসগুলো দেখে প্রমাণ পাওয়া গেছে যে ওগুলো মার্কিন সংস্থা থেকে পাওয়া গেছে।

উল্লেখ্য, গত রবিবার কাশ্মীরের উরিতে সেনাবাহিনীর ক্যাম্পে জঙ্গি হামলায় প্রায় হারিয়েছেন ১৮ ভারতীয় সেনা। সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে চার জঙ্গি। এরপর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করেছে। ‍দুই দেশই হামলার আশঙ্কায় সীমান্তে নিরাপত্তা জোরদার করছে।

বিবার্তা/নিশি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com