‘দূষিত গঙ্গাজলে সারবে টিবি-কলেরা’

‘দূষিত গঙ্গাজলে সারবে টিবি-কলেরা’
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১০:১২:১২
‘দূষিত গঙ্গাজলে সারবে টিবি-কলেরা’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গঙ্গা নদীর পানিতে (গঙ্গাজল) ২০-২৫ রকম ব্যাকটেরিয়াফাজ রয়েছে; যা টিবি, নিউমোনিয়া, কলেরা, মূত্রঘটিত সংক্রমণ জাতীয় ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে। এমনটিই জানিয়েছে ভারতের চণ্ডীগড়ের মাইক্রাবায়াল টেকনোলজি সংস্থা।

সনাতন ধর্মে গঙ্গাজলের বিশেষ মাহাত্ম্য রয়েছে। হিন্দু শাস্ত্রমতে, গঙ্গাজল ছাড়া কোনো পূজাই সম্পূর্ণ হতে পারে না। তারা মনে করেন, শুদ্ধি আনতে গঙ্গাজলের বিকল্প নেই। হিন্দু শাস্ত্রের ওই কথাকে অনুসরণ করে অনুসন্ধান চালিয়ে গঙ্গাজলের এ গুণের কথা জানায় মাইক্রাবায়াল টেকনোলজি সংস্থা।

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশ হওয়া প্রতিবেদন অনুযায়ী, মাইক্রাবায়াল টেকনোলজি সংস্থার বিজ্ঞানীরা এক তথ্য সামনে এনেছে, যেখানে বলা হয়েছে গঙ্গাজলে দূষণের কারণে একরকম ভাইরাস বা ব্যাক্টেরিয়াফাজ দেখা গেছে, যা ব্যাকটেরিয়াকে খেয়ে বেঁচে থাকে।

মাইক্রাবায়াল টেকনোলজি সংস্থার প্রধান বিজ্ঞানী শনমুগম মেলরাজ বলেন, আমরা গঙ্গাজলকে নানাভাবে পরীক্ষা করে দেখেছি। আমাদের বিজ্ঞানীরা হরিদ্বার থেকে বেনারস অবধি গঙ্গাজলের নানা জায়গার নমুনা সংগ্রহ করে এই পরীক্ষা চালিয়েছে।

গোটা বিশ্বের বিজ্ঞানীরা প্রথম থেকেই গঙ্গাজলকে অ্যান্টিসেপটিক হিসেবে মেনে এসেছেন। এমনকি, ১৮৯৬ সালে ব্রিটিশ চিকিৎসক হ্যানবরি হ্যানকিন জানিয়েছিলেন, হাজার ব্যাকটেরিয়াকে মাত্র তিন ঘণ্টার মধ্যে ধ্বংস করতে পারে গঙ্গাজল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিবার্তা/নিশি
 

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com