স্পেনে গ্যাস বিস্ফোরণে ৭০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় মালাগা শহরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় দৈনিক লা ওপিনিয়ন দে মালাগা তাদের প্রতিবেদনে জানায়, ভেলেজ-মালাগার একটি ক্যাফেতে স্থানীয় একটি উৎসব চলাকালে গ্যাস লাইনে লিকেজ থেকে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আগ মুহূর্তে ক্যাফেটির শেফ সবাইকে সতর্ক করেন।
শহরটির মেয়র অ্যান্টনিও মোরেনো ফেরার স্থানীয় সাংবাদিকদের বলেন, গ্যাস লিক থেকে বিস্ফোরণটি ঘটেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে ঘটনাস্থল লা বোহেমিয়া ক্যাফে এবং এর সামনের রাস্তাজুড়ে বিস্ফোরণের কারণে সৃষ্ট ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। সূত্র: বিবিসি
বিবার্তা/নিশি