শরণার্থী পুনর্বাসন নিয়ে হাঙ্গেরিতে গণভোট

শরণার্থী পুনর্বাসন নিয়ে হাঙ্গেরিতে গণভোট
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৬, ১৩:২৫:০৯
শরণার্থী পুনর্বাসন নিয়ে হাঙ্গেরিতে গণভোট
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অভিবাসন প্রত্যাশীদের পুনর্বাসনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তার সদস্য দেশগুলোর জন্য বাধ্যতামূলকভাবে যে কোটা নির্ধারণ করেছে, তা গ্রহণ করা হবে কিনা সে প্রশ্নে রবিবার হাঙ্গেরিতে গণভোট হচ্ছে।

সদস্য দেশগুলোতে মোট এক লাখ ৬০ হাজার অভিবাসন প্রত্যাশীকে ইইউ‘র পুনর্বাসনের পরিকল্পনার বিরোধীতা করছেন হাঙ্গেরির ডানপন্থী প্রধানমন্ত্রী ভিকটর ওরবান।

 

গত বছর অভিবাসন সংকটের পর ঘোষিত স্কিম অনুযায়ী, হাঙ্গেরিকে এক হাজার ২৯৪ অভিবাসন প্রত্যাশীকে গ্রহণ করতে হবে। কিন্তু এক জনমত জরিপে দেখা যায়, যারা দেশটিতে গণভোট দেবেন তাদের অধিকাংশই ইইউ’র এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করার পক্ষে। তবে এর জন্য ৫০ শতাংশেরও বেশি ভোট প্রয়োজন।

শরণার্থী সংকটের সময় হাঙ্গেরি শরণার্থীদের জার্মানিসহ অন্যান্য ইউইভুক্ত দেশে যাওয়ার একটি ট্রানজিটে পরিণত হয়েছিল। শরণার্থীদের স্রোত কমাতে দেশটি সার্বিয়া ও ক্রোয়েশিয়ার সঙ্গে তাদের সীমান্তপথ বন্ধ করে দেয়। পদক্ষেপটি দেশটির জনগণ ব্যাপকভাবে গ্রহণ করলেও মানবাধিকার সংস্থাগুলো এর তীব্র সমালোচনা করে।

বিবার্তা/নিশি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com