গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় ৫৪ ধারায় গ্রেফতার তাহমিদ হাসিবকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার ঢাকার মহানগর হাকিম দেলোয়ার হোসেন এই আদেশ দেন।
ছয় দিনের রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করেন গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক হুমায়ুন কবীর।
বিষয়টি নিশ্চিত করে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা রনক কুমার ভক্ত জানান, আসামি (তাহমিদ) পক্ষের আইনজীবীরা তাহমিদের জামিন আবেদন করেছিলেন। জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে পুলিশ তার আর কোনো রিমান্ড আবেদন করেনি।
গত ১৩ আগস্ট গুলশান হামলার মামলায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত করিমকে আট দিনের রিমান্ডে ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে ছয় দিনের রিমান্ডে নেয়ার নির্দেশ দেন আদালত। এর আগে গত ৩ আগস্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হাসনাত করিম ও তাহমিদকে গ্রেফতার করা হয়েছে। পরে দুজনকে আট দিনের রিমান্ডে নেয়া হয়।
গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে সশস্ত্র সন্ত্রাসীরা। পরে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানে পাঁচ হামলাকারীসহ ছয়জন নিহত হয়। তার আগে সেখানে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা।
বিবার্তা/আমিন/রয়েল