সাতক্ষীরায় হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

সাতক্ষীরায় হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩৯:১২
সাতক্ষীরায় হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
সাতক্ষীরায় আনারুল ইসলাম নামে এক যুবককে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন ও একজনকে পাঁচবছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দুইজনকে খালাস দেয়া হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
 
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন-রাশেদ, জাহাঙ্গীর, নজরুল, নুর ইসলাম ও মোতালেব। পাঁচবছরের কারাদণ্ডপ্রাপ্তের নাম কামরুল ইসলাম। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
 
সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওসমান গনি কারাদণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত জানান, ১৬ বছর আগে সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর মাঠে একটি ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ওইদিন প্রাকৃতিক দুর্যোগের কারণে খেলা হয়নি। খেলা দেখতে গিয়ে বাড়ি ফেরার পথে দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা উল্লিখিত আসামিরা একই গ্রামের আমির আলীর ছেলে আনারুল ইসলামকে গলার মধ্যে ছুরি ঢুকিয়ে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় পাঁচজনকে যাবজ্জীবন ও একজনের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
 
বিবার্তা/রাহাত/নাজিম
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com