চাঁদপুরে এসএসসি পরীক্ষার্থী মিরাজ মিয়া হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ আদেশ দেন।
রায় ঘোষণার সময় মামলার ৩ নম্বর আসামি আলী আশ্বাদ (৭৩) আদালতে হাজির থাকলেও বাকিরা পলাতক।
উল্লেখ্য, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০০০ সালের ৭ জুন জেলার মতলব উপজেলার লামচরি গ্রামের ফজলুল হকের ছেলে মিরাজ মিয়াকে পিটিয়ে হত্যা করা হয় ।
অতিরিক্ত পিপি সাইয়েদুল ইসলাম বাবু জানান, ছেলে হত্যার দায়ে ফজলুল হক একই গ্রামের সেলিম হোসেন, হাসেম বেপারী, আলী আশ্বাদ, মনোয়ারা বেগম, মতিন ও নান্নু মিয়াকে আসামি করে মতলব থানায় মামলা করেন।
বিবার্তা/নাজিম/রাহাত