প্রতিবেশী খুন: ছেলের ফাঁসি, মায়ের যাবজ্জীবন

প্রতিবেশী খুন: ছেলের ফাঁসি, মায়ের যাবজ্জীবন
প্রকাশ : ২২ আগস্ট ২০১৬, ১৩:৩২:৫৭
প্রতিবেশী খুন: ছেলের ফাঁসি, মায়ের যাবজ্জীবন
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+
ছয় বছর আগে জমি নিয়ে বিরোধে এক ব্যাং ক কর্মকর্তাকে খুনের দায়ে প্রতিবেশী এক তরুণকে ফাঁসি এবং তার মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের আদালত। চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউজ্জামান সোমবার এ রায় দেন।
 
দণ্ডিতরা হলেন হুমায়ুন কবির ও তার মা শামসুন্নাহার। মৃত্যুদণ্ডের পাশাপাশি হুমায়ুন কবিরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পিপি সমীর দাশগুপ্ত বলেন, রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে হাজির ছিলেন।
 
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৬ জুন চন্দনাইশ সদরে রূপালী ব্যাংক কর্মকর্তা মনির আহমদ খুন হন। এ ঘটনায় মনির আহমদের ছেলে তানভীর আহমেদ বাদী হয়ে শামসুন্নাহার এবং তার দুই ছেলে হুমায়ুন কবির ও শাওনকে আসামি করে মামলা করেন।
 
মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন সন্ধ্যায় নিজের বাড়িতে শ্রমিকদের সঙ্গে নিয়ে কাজ করছিলেন মনির আহমদ। এসময় হুমায়ুন ও শামসুন্নাহার জমি নিয়ে ‘পূর্ব শত্রুতার জের ধরে’ মনিরের ওপর হামলা চালান। হুমায়ুন শ্রমিকদের কাছ থেকে কোদাল কেড়ে নিয়ে মনিরকে এলোপাতাড়ি কোপান এবং শামসুন্নাহার লাঠি দিয়ে বেধড়ক পেটান। গুরুতর আহত মনিরকে প্রথমে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ায় হয়। সেখানে তিনি মারা যান।
 
তদন্ত শেষে পুলিশের দেয়া অভিযোগপত্রে শাওনকে অব্যাহতি দেওয়া হয়। ২০১২ সালের ২৮ জানুয়ারি দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করে। মামলায় ১১ জনের সাক্ষ্য শুনে সোমবার আদালত দুই আসামির সাজার আদেশ দেয়।
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com