দুর্নীতির মামলায় তিন বছরের সাজার রায়ের বিরুদ্ধে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আপিলের শুনানি শুরু করার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই যুগ আগে ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি ওই মামলায় বিচারিক আদালত এরশাদকে এই সাজা দিয়েছিলেন।
দুদকের পক্ষে তাদের আইনজীবী খুরশীদ আলম খান এ মামলায় আপিল শুনানির দিন ধার্য করতে সোমবার হাইকোর্টের একটি বেঞ্চে আবেদন করেছেন। ২৩ আগস্ট ওই বেঞ্চে শুনানির দিন ধার্যে মামলাটি কার্যতালিকায় আসতে পারে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে খুরশীদ আলম খান বলেন, ১৯৯২ সালের এরশাদ নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন। দুদক এতে ২০১২ সালে পক্ষভুক্ত হয়। আজ এ আপিলের শুনানির জন্য বিচারপতি ভবানী প্রসাদ সিংহের নেতৃত্বাধীন একক বেঞ্চে আবেদন উপস্থাপন করেছি। মঙ্গলবার বিষয়টি কার্যতালিকায় আসবে।
১৯৮৩ সালের ১১ ডিসেম্বর থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি থাকাকালে পাওয়া বিভিন্ন উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে ১৯৯১ সালের ৮ জানুয়ারি তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর উপপরিচালক সেনানিবাস থানায় মামলাটি করেন।
মামলায় ১ কোটি ৯০ লাখ ৮১ হাজার ৫৬৫ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়। ওই মামলায় ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের রায়ে এরশাদের তিন বছরের সাজা হয়।
বিবার্তা/বিপ্লব/যুথি