ফের রিমান্ডে জেএমবির চার নারী সদস্য

ফের রিমান্ডে জেএমবির চার নারী সদস্য
প্রকাশ : ২২ আগস্ট ২০১৬, ১৮:১৭:২৯
ফের রিমান্ডে জেএমবির চার নারী সদস্য
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার জেএমবির চার নারী সদস্যকে ফের রিমান্ডে নেয়া হয়েছে। মিরপুর থানার মামলায় গ্রেফতার ওই চার নারীর বিরুদ্ধে নতুন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 
 
সোমবার ঢাকার মহানগর হাকিম এমদাদুল হক এই রিমান্ড মঞ্জুর করেন।
 
এরা হলেন জেএমবির নেত্রী আকলিমা রহমান, ঐশী, মৌ ও মেঘলা। আকলিমা মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রী।
 
একই মামলায় এই চার নারী ছাড়াও ফুয়াদ নামের আরেক আসামির বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। 
 
মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাবের জ্যোষ্ঠ সহকারী পুলিশ সুপার শামসুল হক এই পাঁচ আসামিকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত চার নারীর চার দিন করে ও ফুয়াদের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।
 
গত ১৭ আগস্ট মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার হওয়া ওই চার নারীকে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার নারী সদস্যের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 
 
১৬ আগস্ট র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সংবাদ সম্মেলন করে জানায়, ওই চারজনকে গাজীপুরের সাইনবোর্ড, মগবাজার ও মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। 
 
বিবার্তা/রোকন/কাফী
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com