গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ দিন ধার্য করেন।
আজ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন পুলিশের ঢাকা মহানগর কাউন্টার টেররিজম ইউনিট প্রতিবেদন দাখিল করেনি।
প্রসঙ্গত, গত ১ জুলাই রাত গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা করে এবং দেশী-বিদেশী নাগরিকদের জিম্মি করে। ওই ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা, জাপানি, ইতালি, বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকানসহ ১৮ বিদেশি ও দুই বাংলাদেশি এবং ছয় জঙ্গিসহ ২৮ জন নিহত হয়।
পরদিন সকালে যৌথ বাহিনী কমান্ডো অভিযান চালায়। এতে ছয় হামলাকারী নিহত হয়। জীবিত উদ্ধার করা হয় ১৩ জিম্মিকে।
গত ৪ জুলাই নিহত পাঁচ জঙ্গিসহ অজ্ঞাতদের আসামি করে গুলশান থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
বিবার্তা/প্লাবন/সফিকুল