দুই মাসের সময় পেল সিটিসেল

দুই মাসের সময় পেল সিটিসেল
প্রকাশ : ২৯ আগস্ট ২০১৬, ১২:৪৮:৪৯
দুই মাসের সময় পেল সিটিসেল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
কার্যক্রম চালিয়ে যেতে বকেয়া টাকা পরিশোধের জন্য দুই মাসের সময় পেল দেশের প্রথম মুঠোফোন অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের (সিটিসেল)। হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে সোমবার আপিলের শুনানিতে বিটিআরসির পাওনা ৪৭৭ কোটি টাকা দুই মাসে দুই কিস্তিতে পরিশোধের আদেশ দেন আপিল বিভাগ।
 
সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বিটিআরসির পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও খন্দকার রেজা-ই রাকিব, সিটিসেলেরে পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
 
বিটিআরসির পক্ষের আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব জানান, টাকা পরিশোধ করলে সিটিসেল কার্যক্রম চালিয়ে যেতে পারবে। প্রথম এক মাসের মধ্যে দুই-তৃতীয়াংশ এবং পরবর্তী এক মাসের মধ্যে এক-তৃতীয়াংশ টাকা পরিশোধ করতে বলা হয়েছে প্রতিষ্ঠানটিকে।
 
তিনি আরও জানান, ১৭ আগস্ট থেকে এখন পর্যন্ত সিটিসেলের কাছে ৪৭৭ কোটি টাকা ছাড়াও প্রতিদিন ১৮ লাখ টাকা করে পাওনা বিটিআরসির। আদালত এই টাকা অবিলম্বে পরিশোধ করতে বলেছেন। অন্যথায় বিটিআরসি যেকোনো আইনি পদক্ষেপে নিতে পারবে।
 
এর আগে গত ২২ আগস্ট আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সিটিসেলের কার্যক্রমে বিটিআরসিকে হস্তক্ষেপ না করার নির্দেশ দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আবেদন করে বিটিআরসি। আজ সেই আবেদনের শুনানিতে পাওনা পরিশোধের নির্দেশ দিলেন আদালত।
 
বিবার্তা/জাকিয়া/যুথি
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com