মুন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং দৈনিক বর্তমানের প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমানকে এক মাসের জামিন দিয়েছেন আদালত।
সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা তার জামিনের আদেশ দেন।
দুদকের আইনজীবী তাপস কুমার পাল জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন, মুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানের জামিন আবেদন করায় আদালত আগামী ৩ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। মিজানুর রহমানের পক্ষে জামিনের শুনানি করেন কাজী নজিবুল্লাহ হিরু।
গত ৯ আগস্ট রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেফতার করেন দুদকের উপ-পরিচালক বেনজির আহম্মদ। জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে ৯৪ কোটি ৮ লাখ টাকা আত্মসাতের মামলায় তাকে গ্রেফতার করা হয়।
পরের দিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৩০ জুন অর্থ আত্মসাতের ঘটনায় মিজানুর রহমান, অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান খানসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
দুদকের উপ-পরিচালক বেনজির আহম্মদ বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় মামলাটি (মামলা নং-৩৮) দায়ের করেন।
বিবার্তা/আমিন/রয়েল