রাষ্ট্রদ্রোহ মামলায় মান্নার জামিন

রাষ্ট্রদ্রোহ মামলায় মান্নার জামিন
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৬, ১৭:৫৪:৫৯
রাষ্ট্রদ্রোহ মামলায় মান্নার জামিন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্রের অভিযোগের মামলায় জামিন পেয়েছেন।
 
মঙ্গলবার বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রদ্রোহ মামলায় জারি করা রুল নিষ্পত্তি করে মান্নার জামিন আদেশ দেন। 
 
তবে গুলশান থানায় দায়ের করা এই মামলায় জামিন পেলেও মান্নার বিরুদ্ধে সেনা উসকানির অভিযোগে আরও একটি মামলা থাকায় এখনই তিনি মুক্তি পাচ্ছেন না। 
  
আদালতে মান্নার পক্ষে শুনানি করেন আইনজীবী ইদ্রিসুর রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ। 
  
নিউইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিফোন আলাপের দুটি অডিও ক্লিপ প্রকাশের পর ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করে পুলিশ। 
  
এরপর একই বছর ২৪ ফেব্রুয়ারি ও ৫ মার্চ সেনা বিদ্রোহে উসকানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে গুলশান থানায় মান্নার বিরুদ্ধে দুটি মামলা হয়। 
  
বিবার্তা/বিপ্লব/কাফী
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com