কাশিমপুর কারাগারে বন্দি মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীকে রিভিউ মামলার পূর্ণাঙ্গ রায় বুধবার সকালে পড়ে শুনানো হবে।মঙ্গলবার সকালে মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ।
সকাল সাড়ে ১০টার দিকে রেডিওতে তার মৃত্যুদণ্ড বহাল রাখার বিষয়টি তিনি জানতে পারেন। পরে কারা কতৃপক্ষও তাকে জানায়।
কাশিমপুর কারাগার-২ এর জেলার নাশির আহমেদ জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মীর কাসেম আলীর রিভিউ মামলার পূর্ণাঙ্গ রায় মঙ্গলবার রাতে কাশিমপুর কারাগারে এসে পৌছাবে। পরে বুধবার সকালে তাকে তা পড়ে শুনানো হবে।
মীর কাসেম আলী কাশিমপুর কেন্দ্রিয় কারাগার-২ এ কনডেম সেলে বন্দি রয়েছেন। তার মৃত্যুদণ্ড কোথায় কার্যকর করা হবে তা এখনো জানা যায়নি।
বিবার্তা/ইডি/ইফতি