খালেদার আত্মপক্ষ সমর্থন ৬ অক্টোবর

খালেদার আত্মপক্ষ সমর্থন ৬ অক্টোবর
প্রকাশ : ৩১ আগস্ট ২০১৬, ১২:১৮:০৮
খালেদার আত্মপক্ষ সমর্থন ৬ অক্টোবর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রধান আসামি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন পিছিয়ে আগামী ৬ অক্টোবর পুনর্নির্ধারণ করেছেন আদালত। তবে এই মামলায় দুই সাক্ষীকে আসামিপক্ষের জেরার দিন আগামী ০৮ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।
 
বুধবার অরফানেজ ট্রাস্ট মামলায় সাক্ষ্য দেন ২৭তম সাক্ষী বগুড়ার নন্দিগ্রাম ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও ২৮তম সাক্ষী বগুড়ার গাবতলী ভূমি কার্যালয়ের তৎকালীন সার্ভেয়ার ও সিরাজগঞ্জের চৌহালি ভূমি কার্যালয়ের বর্তমান কর্মকর্তা আব্দুল মমিন মণ্ডল। 
 
সাক্ষ্য শেষে আগামী ০৮ সেপ্টেম্বর দুই সাক্ষীকে আসামিপক্ষের জেরার দিন ধার্য করেন আদালত। অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রধান আসামি খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন পিছিয়ে আগামী ৬ অক্টোবর পুনর্নির্ধারণ করেন।  
 
দুই ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দু’টির বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।
 
বিবার্তা/জাকিয়া/যুথি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com