ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশার (১৫) হত্যাকারী ওবায়দুল হকের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।
এর আগে বুধবার সকাল ৮টায় নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় বাজার থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এইচ এম আজিমুল হকের নেতৃত্বে পুলিশ ও র্যা ব সদস্যরা তাকে গ্রেফতার করে। পরে বিকালে তাকে ঢাকায় আনা হয়।
মামলার এজাহার থেকে জানা গেছে, প্রায় সাত মাস আগে রিশা পোশাক বানাতে গেলে টেইলার্সে পরিবারের মোবাইল ফোন নাম্বার দেয়া হয়। আর সেই মোবাইল নাম্বারের সূত্র ধরেই রিশাকে উত্ত্যক্ত করে আসছিল ওবায়দুল। একপর্যায়ে নাম্বারটি বন্ধ করে দিলে ওবায়দুল আরও বেপরোয়া হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত ২৪ আগস্ট রিশাকে ছুরিকাঘাত করে ওবায়দুল পালিয়ে যায়।
ঘটনার পরদিন রিশার মা বাদী হয়ে ওবায়দুলকে একমাত্র আসামি করে রমনা থানায় মামলা করেন। গত ২৮ আগস্ট সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিশার মৃত্যু হয়।
রাজধানীতে স্কুলছাত্রী সুরাইয়া আক্তার রিশার হত্যাকারী ওবায়দুল খানকে ধরতে নীলফামারীর ডোমার উপজেলায় মঙ্গলবার রাতভর অভিযান চালায় পুলিশ। এর পর গতকাল বুধবার সকালে গ্রেফতার করা হয় ওবায়দুলকে।
বিবার্তা/জিয়া