আব্দুস সবুর ওরফে আবদুস সামাদ ওরফে সুজন, ওরফে রাজু ওরফে শাদেরের (২৩) ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
প্রকাশক আহমেদ রশিদ টুটুল হত্যা চেষ্টার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রবিবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মো. কায়সারুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।
আব্দুস সবুরের গ্রামের বাড়ি কুমিল্লার লাঙলকোট উপজেলার ধালুয়া ইউনিয়নের জাপানন্দ গ্রামে।
শনিবার রাত সাড়ে ৯টায় টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকা থেকে আব্দুস সবুরকে গ্রেফতার করে ডিবি দক্ষিণ। সে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মো. নিজাম উদ্দিন জানান, এই মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. বাহাউদ্দিন ফারুকি এই আসামিকে আদালতে উপস্থিত করে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এদিন আদালতে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তিনি আরো জানান, গত ১৬ জুন মোহাম্মদ সুমন হোসেন পাটোয়ারি ওরফে সাবিক ওরফে শিহাব ওরফে সাইফুলকে পুলিশ এই মামলায় গ্রেফতার করে।
পরবর্তীতে এই মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। ২১ জুন সুমন হোসেন পাটোয়ারি আদালতে টুটুল হত্যা চেষ্টার মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি ওই জবানবন্দিতে আব্দুস সবুরের নাম উল্লেখ করেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, ওই হত্যাচেষ্টায় যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল তা উদ্ধার এবং অন্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে তাকে রিমান্ডে নেয়া দরকার। আরো বলা হয়েছে, তিনি আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ পর্যায়ের নেতা ও সরাসরি গুপ্ত হত্যার সঙ্গে জড়িত।
বিবার্তা/রোকন/কাফী
>>সবুরের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ