শফিক রেহমানের জামিননামা নিয়ে কেরানীগঞ্জের কারাগারে রওনা হয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান। সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খাঁন বিবার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৩১ আগস্ট শফিক রেহমানকে তিন মাসের জামিন দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলায় শফিক রেহমানকে গত ১৬ এপ্রিল তার ইস্কাটনের বাসা থেকে আটক করা হয়।
তার আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান বিবার্তাকে জানান, শফিক রেহমান তিন মাস বা মামলায় পুলিশ প্রতিবেদন দেয়া পর্যন্ত জামিনে থাকতে পারবেন। এছাড়া আদালত পাসপোর্ট জমা দেয়ার কথা বলেছে। তবে ইতিমধ্যেই সেটি আইন শৃঙ্খলা বাহিনী জব্দ করেছে।
বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের বিএনপির সাথে শফিক রহমানের ঘনিষ্ঠতা রয়েছে। দলের কোনো পদ-পদবিতে না থাকলেও দলটির নীতিনির্ধারণী পর্যায়ে তার যথেষ্ট প্রভাব রয়েছে।
বিবার্তা/বিপ্লব/জিয়া