পাপা ফুড বেভারেজকে ৩ লাখ টাকা জরিমানা

পাপা ফুড বেভারেজকে ৩ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ০১:২০:৪১
পাপা ফুড বেভারেজকে ৩ লাখ টাকা জরিমানা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
রাজধানীর মিরপুরে পাপা ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে মোট তিন লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মিরপুর মডেল থানাধীন আহম্মদ নগরে অবস্থিত কারখানাটিতে এ অভিযান পরিচালিত হয়।
 
র‌্যাব-৪ এর এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান বলেন, অভিযানকালে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য উৎপাদন, শ্রমিকদের মাথায় ক্যাপ না থাকায় তাদের ঘাম পণ্য উৎপাদনের উপাদানের উপর পরায়, কিছু পণ্য মেয়াদোত্তীর্ণ দেখা যায়।
 
পরে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৫৩ ধারায় কারখানার ম্যানেজার শাকিল মিয়া (২৫), মঈন উদ্দিন (২৮) ও বুরহান উদ্দিন কিরণকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা ও অনাদায়ে প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
 
 
বিবার্তা/ইডি/ইফতি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com