সিটিসেল গ্রাহকদের অপারেটর পরিবর্তনের বিজ্ঞপ্তি স্থগিত

সিটিসেল গ্রাহকদের অপারেটর পরিবর্তনের বিজ্ঞপ্তি স্থগিত
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫৫:১৮
সিটিসেল গ্রাহকদের অপারেটর পরিবর্তনের বিজ্ঞপ্তি স্থগিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
সিটিসেল গ্রাহকদের অপারেটর পরিবর্তন করতে বিটিআরসির দেয়া দুটি বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। সিটিসেলের করা রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
 
আদালতে সিটিসেলের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। বিটিআরসির পক্ষে ছিলেন খন্দকার রেজা-ই-রাকিব।
 
এ আদেশের পাশাপাশি আদালত রুলও জারি করেন। রুলে ওই দুই বিজ্ঞপ্তিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানাতে বলা হয়েছে।
 
গত ৩১ জুলাই ও ১৭ আগস্ট সিটিসেলের গ্রাহকদের অপরারেট পরিবর্তনে দুটি গণবিজ্ঞপ্তি দেয় বিটিআরসি। পরে এই বিজ্ঞপ্তি স্থগিত চেয়ে রিট আবেদন করে সিটিসেল কর্তৃপক্ষ।
 
রিট আবেদনে বলা হয়, টেলিকমিউনিকেশন অ্যাক্ট অনুসারে বিটিআরসি এ ধরনের গণবিজ্ঞপ্তি দিতে পারে না। তাদের সেই এখতিয়ার নেই। এ ছাড়া সিটিসেলের লাইসেন্স এখনো আছে। যে দুই দিন তারা এই বিজ্ঞপ্তি দিয়েছে, উভয় দিনই ছিল। লাইসেন্স থাকার পরও কার্যকম চলা একটি মোবাইল ফোন অপারেটরের গ্রাহকদের অপারেটর পরিবর্তনে কীভাবে তারা এ ধরনের বিজ্ঞপ্তি দিতে পারে।
 
বৃহস্পতিবার সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত বিটিআরসির বিজ্ঞপ্তি স্থগিত করে রুল জারি করেন বলে জানান আইনজীবী মোস্তাফিজুর রহমান খান।
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com