নাশকতার অভিযোগে করা পাঁচ মামলায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন বহাল রেখেছে সুপ্রিমকোর্টের চেম্বার আদালত। তবে অন্য একটি মামলা থাকায় এখনই তিনি কারামুক্তি পাচ্ছেন না। রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন রুহুল কবির রিজভীর আইনজীবী জহিরুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, রুহুল কবির রিজভীর জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত হয়নি। একটি মামলায় আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ‘নো অর্ডার’ দেন। ফলে পাঁচ মামলায় রিজভীর জামিন বহাল রইল।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। রিজভীর পক্ষে শুনানি করেন আইনজীবী আমিনুল হক। সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম।
এর আগে ৭ সেপ্টেম্বর নাশকতার অভিযোগে করা পৃথক পাঁচ মামলায় রুহুল কবির রিজভী ছয় মাসের জামিন পান।
নাশকতার অভিযোগে ২০১৩ ও ২০১৫ সালে মতিঝিল, রমনা ও খিলগাঁও থানায় একটি করে এবং পল্লবী থানায় দুটি মামলা হয়। এই পাঁচ মামলায় রিজভী গত ১৮ আগস্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন চেয়ে চলতি সপ্তাহে আপিল করেন রিজভী। এর ওপর শুনানি নিয়ে ৭ সেপ্টেম্বর আদালত জামিন মঞ্জুর করেন।
বিবার্তা/আছিয়া/নিশি