৮ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ দাখিল

৮ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ দাখিল
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৮:৫৫
৮ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ দাখিল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ময়মনসিংহের মুক্তাগাছা থানার রেজাউল করিমসহ আট রাজাকারের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। 
  
রবিবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। 
  
এর আগে গত ২৬ জুলাই রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য রবিবার দিন ধার্য করা হয়। 
  
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবুল কালাম আজাদ। 
  
তিনি জানান, ময়মনসিংহের এই আট রাজাকারের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, লুটপাট, অপহরণসহ আটটি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ আমলে নেয়া হবে কি না এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। 
  
আবুল কালাম আজাদ জানান, এই মামলার আট আসামির মধ্যে চারজন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন- রেজাউল করিম, এ বি এম ইউনুস আলী মৌলভী, মো. ইউনুস আলী, মো. ওমর ফারুক। 
  
বাকি চার আসামি মো. বেলায়েত হোসেন, মো. নাসির উদ্দিন, মো. ইসমাইল, কাজী বদরুজ্জামান পলাতক রয়েছেন।
 
বিবার্তা/আমিন/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com