পরীক্ষাগারে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট থাকার অভিযোগে রাজধানীর শ্যামলীর কেয়ার হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা ট্রমা সেন্টার ও ইসলাম ডায়াগনস্টিক সেন্টারকে সাড়ে ২৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই চারটি হাসপাতালে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট জব্দ করে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম জানান, হাসপাতালগুলোর পরীক্ষাগারে ফ্রিজে অনেক পুরাতন এবং মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট (প্রভাবক) রাখা ছিল। এইসব মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট দিয়ে তারা মানুষের শরীরে রক্ত, ইউরিন ও অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে ব্যবহার করে। এই অভিযোগে কেয়ার হাসপাতালকে ৫ লাখ, পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ, ঢাকা ট্রমা সেন্টারকে ৮ লাখ ও ইসলাম ডায়াগনস্টিক সেন্টারকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
বিবার্তা/আমিন/রয়েল