পল্টন থানায় করা নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আসামিদের আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ অভিযোগ গঠন করেন।
মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
এ সময় আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে গাড়ি ভাঙ্গচুর, অগ্নি সংযোগ ও পুলিশকে হত্যা চেষ্টা করা হয়। এ ঘটনায় একই থানায় মামলাটি দায়ের করে পুলিশ। ২০১৩ সালে ঢাকার সিএমএম আদালতে ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
বিবার্তা/প্লাবন/সফিকুল