রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানায় নিহত জঙ্গি সদস্য তানভীর কাদেরী ওরফে আব্দুল করিমের ছেলে তাহরিম কাদেরী ওরফে রাসেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ সুপার (এএসপি) আহসানুল হক আসামি রাসেলকে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মুহাম্মদ আহসান হাবীব আসামি রাসেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।
এদিকে গত ১৮ সেপ্টেম্বর ঢাকার শিশু আদালতের বিচারক রুহুল আমিন আসামি তাহরিম কাদেরীকে তিন দিনের রিমান্ডে পাঠান। সে রিমান্ড শেষ হলে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়।
গত ১০ সেপ্টেম্বর রাতে আজিমপুরের ২০৯/৫ পিলখানা রোডের একটি ছয়তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে ওই বাসা থেকে এক জঙ্গির মৃতদেহ, আহত তিন নারী জঙ্গি ও নিহত জঙ্গি করিমের এই কিশোর ছেলেকে আটক করে পুলিশ।
বিবার্তা/রোকন/কাফী