রাকিবুল হাসান রিগানকে গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। একইসঙ্গে তাঁকে ছয় দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত। রবিবার রোববার ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এ আদেশ দেন।
কল্যাণপুর জঙ্গি আস্তানা থেকে রিগানকে আটক করা হয়েছিল।
রিগানকে গ্রেফতার ও রিমান্ড চেয়ে আবেদন করেন গুলশান হামলা মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মো. হুমায়ুন কবির।
আবেদনে বলা হয়, গুলশান হামলার ঘটনার সঙ্গে এ আসামির সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই তাঁকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হচ্ছে। একই সঙ্গে মামলার রহস্য উদ্ধারের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেয়ার প্রয়োজন।
আদালত পুলিশের উপপরিদর্শক ফরিদ মিয়া বলেন, এই মামলায় সম্প্রতি রাকিবুল হাসান রিগানকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত আজ ওই আবেদন আমলে নিয়ে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিবার্তা/রোকন/কাফী