টাম্পাকো মালিকের অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

টাম্পাকো মালিকের অ্যাকাউন্ট জব্দের নির্দেশ
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৪:১৭:২৩
টাম্পাকো মালিকের অ্যাকাউন্ট জব্দের নির্দেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
গাজীপুরে অবস্থিত টাম্পাকোয় অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার মালিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসাথে দুর্ঘটনায় হতাহতদের কেন ক্ষতিপূরণ দেয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করা হয়েছে।
 
সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
 
এর আগে ২১ সেপ্টেম্বর এই রিটের ওপর শুনানি শেষে সোমবার আদেশের জন্য দিন ধার্য্য করেন আদালত। রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী শরীফ ভূঁইয়া ও তানিম হোসাইন। মালিকপক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার।
 
টাম্পাকো অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে গত ১৯ সেপ্টেম্বর এ ব্যাপারে হাইকোর্টে রিট করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র এবং বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)।
 
গত ১০ সেপ্টেম্বর সকালে গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকার ট্যাম্পাকো কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন অনেকে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।
 
বিবার্তা/জাকিয়া/যুথি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com