নড়াইলে বিজয় সরকারের ১১৪তম জন্মদিন পালিত

নড়াইলে বিজয় সরকারের ১১৪তম জন্মদিন পালিত
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৫:২০
নড়াইলে বিজয় সরকারের ১১৪তম জন্মদিন পালিত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
নড়াইলে নগর কীর্তন, কবির প্রতিকৃতিতে মাল্যদান, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা, বিজয় গীতি ও জারি গান অনুষ্ঠানের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্টা চারণকবি বিজয় সরকারের ১১৪তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে বিজয় সরকার জন্মজয়ন্তী উদযাপন পর্ষদের আয়োজনে কবির জন্মস্থান নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে শনিবার বিকালে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জন্মজয়ন্তী উদযাপন পর্ষদের  আহবায়ক সৈয়দ হাসমত আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান শরীফ হুমায়ন কবীর, মুক্তিযোদ্ধা এস এ মতিন প্রমুখ। আলোচনা সভা শেষে রাতে নগর কীর্তন, বিজয় গীতি ও জারি গান অনুষ্ঠিত হয়।  
 
গুণী এই শিল্পী ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইলের নিভৃতপল্লী ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর তিনি ভারতের পশ্চিমবঙ্গে পরলোকগমন করেন।
 
বিবার্তা/তানভির/ইফতি
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com