তরুণ কবি ফজলে এলাহীর তৃতীয় কাব্যগ্রন্থ ‘যে শহরে তুমি নেই’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটি ডিসি অফিস প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক লিটন দেবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ মোস্তফা জামান, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ মফিজ আহম্মেদ, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনেয়ার -আল -হক, রাঙামাটি চারুশিল্প পরিষদের সভাপতি মোঃ রেজাউল করিম রেজা, দৈনিক পার্বত্য চট্রগ্রামের সম্পাদক ফজলে এলাহী প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ফিরোজ আল আহম্মেদ। সভায় বক্তারা বলেন কবিতার' মাধ্যমে মানুষ স্পষ্টভাবে কথা বলতে পারে। সুন্দরভাবে কথা বলা, কবিতার মাধ্যমে হয়ে থাকে।কবিতা মানুষকে কথা বলতে শেখায়।
বিবার্তা/হৃদয়/রয়েল