মেলার শেষ সপ্তাহে বেড়েছে পাঠকদের উন্মাদনা

মেলার শেষ সপ্তাহে বেড়েছে পাঠকদের উন্মাদনা
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৪৭:১৯
মেলার শেষ সপ্তাহে বেড়েছে পাঠকদের উন্মাদনা
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
অন্যান্য দিনের মত আজ বই মেলার ২৩তম দিনে বই প্রেমীদের তেমন একটি সমাগম লক্ষ্য করা যায়নি।
 
মঙ্গলবার মেলায় নতুন বই এসেছে ৯৩টি যার মধ্যে ১৪টি গল্প, ১৯টি উপন্যাস, ২৭টি কবিতা ও অন্যান্য বই রয়েছে ৩৩টি। কবিতার বইয়ের মধ্যে প্রখ্যাত লেখক নির্মলেন্দু গুণের ভাষাভূষার কাব্য নামক একটি বই পুথিনিলয় প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এছাড়াও মোড়ক উন্মোচন হয়েছে ২৬টি বইয়ের।
 
বাংলা একাডেমি প্রকাশনীর নিজস্ব স্টলে বইপ্রেমীদের ভিড় লক্ষ্য করা গেছে বরাবরের মতই। বাংলা একাডেমি স্টলের বিক্রয় কর্মীর সাথে কথা বলে জানা যায় পাঠকরা বেশি কিনছেন বাংলা একাডেমি থেকে প্রকাশিত অভিধান গুলো।
 
রাজীব কুমার সাহা বংলা একাডেমির একজন বিক্রয় প্রতিনিধি। তিনি বলেন, মেলার শেষ সপ্তাহে পাঠকদের মধ্যে চরম উন্মাদনা কাজ করছে, অনেকে এতদিন অনেক বই বাছাই করেছেন। এখন সেই বইটি নিয়ে যাওয়ার পালা। বইয়ের বিক্রি ভালই চলছে। বাংলা একাডেমির অভিধান গুলোর বিক্রি তুলনামূলক বেশি। “বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান” এর শব্দ চয়ন ও এর অর্থের বিশদ বিশ্লেষণ পাঠকে আকৃষ্ট করেছে।
 
এছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানের তাম্রলিপি প্রকাশনীতে তুলনামূলক ভিড় বেশি দেখা গেছে। কারণ এই প্রকাশনী থেকে হুমায়ন আহমেদ, জাফর ইকবাল সহ প্রথিত যশা লেখকদের বই বের হয়েছে। এছাড়াও শিশুতোষ ভিন্ন স্বাদের বই রয়েছে এখানে। এই বইগুলোর বিক্রিও অনেক বেশি। তাম্রলীপি প্রকাশনীর বিক্রয়কর্মী সাইফুর রহমানের সাথে কথা বলায় জানা যায় এই তথ্য গুলো।
 
বেশ কয়েকটি প্রকাশনী বিকাশ পেমেন্টের ব্যবস্থা রেখেছে।
 
বাংলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছে একাডেমির শিল্পীরা। দর্শকদের দৃষ্টি আকর্ষণে ভিন্ন স্বাদের গান পরিবেশন করেছেন শিল্পীরা। এছাড়াও মেলায় ডিএমপি’র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি কার্যক্রম চালানো হয়। অনেক মানবপ্রেমীকে দেখা গেছে স্বেচ্ছায় এক ব্যাগ করে রক্ত দান করতে। এছাড়াও মেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশ ও র‌্যাবের তত্ত্বাবধানে চলছিল।
 
বিবার্তা//শোভন//মাজহার
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com