ক্রমেই বয়স বাড়ে,
অনাদির সূর্যনীলিমায়
পৃথিবীর মহাকোলাহল হয় দীর্ঘ।
নীল নিখিলের নীরবতা হয় গভীর শান্ত।
তবু শত শতাব্দীর নীল জ্যোৎস্নাময় অালোয় ভিজিয়ে শরীর হাঁটি দীর্ঘ পথ।
ক্লান্ত রাতের কালো অাধারে রাধিকার নীলপদ্ম চোখে
তাকিয়ে থাকার ফেরারি সময়টুকু শিশিরজলে ধুয়ে মাখি মনে।
এ এক অন্যরকম সময়ের পথে হাঁটার অনাবিল মূহুর্ত।
এমনি সময়ে তমাল বনে নরম ছায়ায়
বাঁশি বাজে সকরুণ সুরে,
বিমর্ষ পাখির পালক খসে পড়ে অন্ধকারে।
হয়ত তখন শিশির জলে ভিজে মৌমাছিরা ফেরে ঘরে।
কখনও গহীন বনে স্পষ্ট বন্দুকের অাওয়াজ,
বাতাসে বারুদের গন্ধ।
প্রতিদিন এমনি মিছিল এগিয়ে চলে মহাকালের মহাস্রোতে।
বিবার্তা/কাফী